Last Updated: April 2, 2014 20:05

প্রকাশিত ভারতের ফ্যাশন দুনিয়ার সবথেকে প্রতীক্ষিত মুকুট। মুম্বইতে এফবিবি মিস ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৪-র মুকুটে প্রকাশ করা হল বুধবার। ওয়েভস অফ ওশন (Waves of Ocean) থিমের ওপর তৈরি হয়েছে এবারের মিস ইন্ডিয়ার মুকুট।
মুম্বইতে এদিন মুকুট প্রকাশ করেন মিস ওয়ার্ল্ড ২০১৩ নভনিত কউর ধিলোঁ, মিস আর্থ ২০১৩ শোভিতা ধুলিপালা ও মিস ইন্ডিয়া ২০১৩ সেকেন্ড রানার আপ জোয়া আফরোজ। আগামী ৫ এপ্রিল বসছে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আসর। এর মধ্যেই ঘোষিত হয়েছে সাব কনটেস্ট বিজয়ীদের নাম।
এইবারই প্রথম মিস ইন্ডিয়ার প্রতিযোগীদের গ্রুমিং হয়েছে বিদেশে। ১০ দিনের জন্য প্রতিযোগীদের উড়িয়ে নিয়ে যাওয়া হয় শ্রীলঙ্কায়।
First Published: Wednesday, April 2, 2014, 20:05