Last Updated: April 2, 2014 20:31

আগামী ৫ এপ্রিল মুম্বইতে অনুষ্ঠিত হবে ভারতের সবথেকে বড় সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্ডিয়া। তার আগে মঙ্গলবার সন্ধেয় ঘোষিত হল বিভিন্ন সাব কনটেস্টের বিজয়ীদের নাম। সাব কনটেস্ট বিচারকদের তালিকায় ছিলেন মিস ওয়ার্ল্ড চেয়ারপার্সন জুলিয়া মরলে, মিস ওয়ার্ল্ড ২০১৩ মেগান ইয়ং, ডিজাইনার ওয়েন্ডেল রডরিকস, প্রীতি সাহানি ও ওমর কুরেশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন কপূর, অক্ষয় কুমার, সিদ্ধার্থ মলহোত্রা, পুলকিত সম্রাটের মতো তারকরা।
সাব কনটেস্ট বিজয়ীরা-
মিস ফ্যাশন আইকন-জানতি হাজারিকা
মিস ভাইভাসিয়াস-টেনেটি জোগা ভানু
মিস হেলদি স্কিন-কোয়েল রানা
মিস টাইমলেস বিউটি-গেইল ডি`সিলভা
মিস অ্যাডভেঞ্চারাস-যোশিকি সিন্ধর
মিস বিউটিফুল হেয়ার-নিখিলা নন্দগোপাল
মিস কনজিনিয়ালিটি-অর্পিতা কউর
মিস অ্যাকটিভ-নিখিলা নন্দগোপাল
মিস লাইফস্টাইল-সাথিয়া জগন্নাথ
মিস ট্যালেন্টেড-দীপ্তি সতি
মিস বডি বিউটিফুল-লোপামুদ্রা রাউত
মিস র্যাম্পওয়াক-বর্ষা গোপাল
মিস ফটোজেনিক-জানতি হাজারিকা
মিস বিউটিফুল স্মাইল-ইরশিকা মেরহোত্রা
মিস ওয়াটারবেবি-মানসি গ্রেওয়াল
মিস আয়রন মেডেন-দীপ্তি সতি
মিস সুডোকু-মালতি চাহার
মিস ন্যাশনাল কস্টিউম-জটলেখা মলহোত্রা
First Published: Wednesday, April 2, 2014, 20:31