Last Updated: September 29, 2013 18:32

মিস ওয়ার্ল্ড ২০১৩-র খেতাব জিতলেন মিস ফিলিপিন্স মেগান ইয়ং। এই প্রথম মিস ওয়ার্ল্ড পেল ফিলিপিন্স। ফার্স্ট রানার্স আপ হয়েছেন ফ্রান্সের মেরিন লরফেলিন, সেকেন্ড রানার্স আপের খেতাব গেছে মিস ঘানা ক্যারানজার না ওকাইলে শুটারের দখলে। মোট ১২৬ জন প্রতিযোগীকে পিছনে ফেলে এ দিন মিস ওয়ার্ল্ডের মুকুট জিতে নেন ২৩ বছরের মেগান। মিস ইন্ডিয়া নভনীত কৌর ধিলোঁ প্রথম ২০ জনের পৌঁছলেও সেখানে থেকে আর এগোতে পারেননি।
৬৩ তম মিস ওয়ার্ল্ডের আসর বসেছিল ইন্দোনেশিয়ার বালিতে। বিচারকদের আসনে ছিলেন ব্রিটিশ টেলিভিশন এক্সিকিউটিভ প্রোডিউসর ও ডিরেক্টর কেন ওয়ারউইক, মিস ওয়ার্ল্ড অরগানাইজেশনের চেয়ারম্যান জুলিয়া মোরলে ও ভারতের মিডিয়া গ্রুপ বেনেট, কোলম্যান অ্যান্ড কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ভিনিত জৈন।
নতুন মিস ওয়ার্ল্ড মেগানের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে। ১০ বছর বয়স থেকে রয়েছেন ফিলিপিন্সে। আপাতত ডিজিটাল ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন মেগান। সিনেমা ও টেলিভিশনেরও পরিচিত মুখ তিনি। জিতে জানালেন, মায়ের দ্বারাই জীবনে সবথেকে বেশি প্রভাবিত তিনি। দুনিয়াকে দেখাতে চান যে ফিলিপিন্সের মানুষরা সত্যিই পরিশ্রমী। তাদের নিজেদের জীবনে হাজারো সমস্যা থাকলেও সবসময়ই মানুষের সাহায্যে এগিয়ে আসে।
মেগানকে মিস ওয়ার্ল্ডের মুকুট পরিয়ে দেন গতবছরের বিজয়ী চিনের জেনরিয়া ইউ।
First Published: Sunday, September 29, 2013, 18:36