Last Updated: May 6, 2012 17:55

ফের বড় সাফল্য পেল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা বা ডিআরডিও। এবার মিসাইল ডিফেন্স শিল্ডের সফল পরীক্ষা করল সংস্থাটি। রবিবার ডিআরডিও-র প্রধান বিকে সারস্বত একথা জানিয়েছেন। বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এই প্রযুক্তি রয়েছে। মিসাইল ডিফেন্স শিল্ডের সফল পরীক্ষার পর সেই তালিকায় ঢুকে পড়ল ভারতও।
অগ্নি ৫-এর সফল উত্ক্ষেপণের পর বেজিং থেকে ইস্তানবুল, সবই ভারতের নিশানার মধ্যে। কিন্তু পালটা হামলা ঠেকাতে এতদিন ছিল না কোনও ব্যবস্থা। সেই কাজই করবে মিসাইল ডিফেন্স শিল্ড। ডিআরডিও সূত্রে জানানো হয়েছে, আপাতত ২ হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লার ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র ধ্বংস করা যাবে এই প্রযুক্তি দিয়ে। তবে ক্ষমতা আরও বাড়াতে গবেষণা চালাচ্ছে ডিআরডিও। আপাতত দেশের দুটি শহরকে রক্ষা করার মতো যন্ত্রাংশ রয়েছে সংস্থার হাতে। তবে কোন দুটি জায়গায় এই সুরক্ষা ব্যবস্থা বসানো হবে তা দেশের সরকার ঠিক করবে বলে জানানো হয়েছে।
First Published: Sunday, May 6, 2012, 17:55