Mithun auto

মিঠুনের সুভায় না যেতে চাওয়ায় তৃণমূল কর্মীদের হাতে মার খেল অটোচালক

Tag:  Mithun auto
সভায় যেতে আপত্তি করায় অটোচালকদের মারধর করল তৃণমূল কর্মীরা। ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের দুলদুলিতে।

তৃণমূল প্রার্থী ইদ্রিশ আলির সমর্থনে যোগেশ গঞ্জে মিঠুন চক্রবর্তীর সভা। সেই সভায় যেতে তৃণমূল কর্মীরা জোর করলে প্রতিবাদ করেন অটো চালকরা। হাতাহাতি বাধে দু`পক্ষের মধ্যে। আহত হয়েছেন পাঁচ জন অটোচালক এবং দুই তৃণমূল কর্মী।

First Published: Saturday, May 10, 2014, 21:58


comments powered by Disqus