রাজ্যসভা ভোটে মনোনয়ন জমা দিলেন মিঠুন চক্রবর্তী, যোগেন চৌধুরী

রাজ্যসভা ভোটে মনোনয়ন জমা দিলেন মিঠুন চক্রবর্তী, যোগেন চৌধুরী

রাজ্যসভা ভোটে মনোনয়ন জমা দিলেন মিঠুন চক্রবর্তী, যোগেন চৌধুরী রাজ্যসভা ভোটে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের প্রার্থীরা। মিঠুন চক্রবর্তী, কে ডি সিং ও যোগেন চৌধুরী এবং এ এইচ ইমরান আজ তাঁদের মনোনয়ন পত্র জমা দেন রাজ্য বিধানসভায়। জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর আগে নিজের উদ্বেগের কথা ২৪ ঘণ্টাকে জানালেন মিঠুন চক্রবর্তী।

গত ১৮ জানুয়ারি তৃণমূল প্রার্থী হিসেবে মিঠুন চক্রবর্তীর নাম ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাপস পাল, শতাব্দী রায়ের পর আরও এক তারকা প্রার্থী পেল তৃণমূল কংগ্রেস। শত্রুঘ্ন সিনহা, জয়া বচ্চনের পর অভিনয় থেকে সরাসরি রাজনীতির আঙিনায় পা রাখলেন বলিউডের আরও এক প্রথম সারির অভিনেতা। মিঠুন বিপুল ভক্তের সংখ্যা স্বাভাবিক ভাবেই ভোট টানবেন বলে আশা করছেন অভিনেতা।

First Published: Monday, January 27, 2014, 23:19


comments powered by Disqus