সবার আগে লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা রাজ থ্যাকারের

সবার আগে লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা রাজ থ্যাকারের

সবার আগে লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা রাজ থ্যাকারেরলোকসভা ভোট ২০১৪ সালের কোন সময়ে হবে তা নিয়ে জলঘোলা চলছে। কম বেশি সব রাজনৈতিক দলই এখন লোকসভা ভোটে নিজেদের দল ঘোচাতে ব্যস্ত। কিন্তু মহারাষ্ট্রে রাজ থ্যাকারের দল লোকসভা ভোটের বাদ্যি বাজিয়ে প্রার্থীপদ ঘোষণা করে দিল। মুম্বইতে দহিহান্ডি উত্‍সবের মাঝেই উত্তর ভারতের প্রথম রাজনৈতিক দল হিসাবে ২০১৪ লোকসভা ভোটের প্রার্থীর নাম সরকারিভাবে ঘোষণা করল।

বৃহস্পতিবার রাজ থ্যাকারের দল মহারাষ্ট্র নবনির্মান সেনা তিনটি কেন্দ্রে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিল। মহারাষ্ট্রে যে তিনটি আসনে রাজ থ্যাকারের দলের সম্ভাবনা আছে সেই তিনটি আসনেই ঘোষিত হল প্রার্থীদের নাম। সেই তিনটি কেন্দ্র হল দক্ষিণ মুম্বই, দক্ষিণ মধ্য মুম্বই ও উত্তর পূর্ব মুম্বই।

২০০৬ সালে শিবসেনা থেকে বেরিয়ে বাল থ্যাকারের ভাইপো রাজ এই দল গড়েন। এমএনএস-এর মোট ১৩ জন বিধায়ক থাকলেও কোন সাংসদ নেই। এ বার যাতে প্রথমবার দিল্লির সাংসদে পা রাখা যায় তার প্রস্তুতি একেবারে চরমে নিয়ে গেলেন রাজ।

First Published: Thursday, August 29, 2013, 16:11


comments powered by Disqus