মোবাইল নিয়ে বচসার জেরে কিশোরীর গায়ে আগুন

মোবাইল নিয়ে বচসার জেরে কিশোরীর গায়ে আগুন

মোবাইল নিয়ে বচসার জের। ১৪ বছরের এক কিশোরীর গায়ে আগুন লাগানোর অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। এঘটনা ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার মুজফফরনগর এলাকায়। অভিযোগ, ওই কিশোরী পূজা বাইনের মোবাইল ব্যবহার করতেন প্রতিবেশী মেনকা বিশ্বাস।

দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলায় আপত্তি জানায় পূজা। এনিয়ে দুজনের মধ্যে বচসার সূত্রপাত। অভিযোগ,আজ দুপুরে পুজার বাড়িতে চড়াও হয় মেনকা বিশ্বাস ও তার পরিবারের কয়েকজন। তখনই পুজার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় তারা। আশঙ্কাজনক অবস্থায় পুজাকে ভর্তি করা হয়েছে।

First Published: Tuesday, February 18, 2014, 18:24


comments powered by Disqus