Last Updated: February 7, 2013 16:07

ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে ভ্যালেন্টাইনস ডে। সবাই এখন ব্যস্ত কীভাবে এই ভ্যালেন্টাইনস ডে-কেই করে ফেলা যায় মোস্ট মেমরেবল। কেউ কেউ হয়তো ভাবছেন কিছু রান্না করে প্রেমিকাকে চমকে দেবেন। কিন্তু বাধ সাধছে কনফিডেন্স। তারা কিন্তু কনফিডেন্স আর বিশেষ পরিশ্রম ছাড়াই বানিয়ে ফেলতে পারেন স্ট্রবেরি মকটেল। ভ্যালেন্টাইনস ডে সন্ধ্যায় দু`জনে একসঙ্গে মকটেলে চুমুক দিয়েই বানিয়ে ফেলুন মোস্ট মেমরবেল ভ্যালেন্টাইনস ডে।
কী কী লাগবে
স্ট্রবেরি-৪টে(কুচনো)
বেসিল পাতা(কুচনো)
বরফ
সিগ্রাম হোয়াইট পিচ স্পার্কলিং সেটজর ওয়াটার- ১ ক্যান
কীভাবে বানাবেন
স্ট্রবেরি আর বেসিল পাতা সমান ভাগে ভাগ করে নিন। দুটো ছোট মকটেল গ্লাসে স্ট্রেবেরি আর বেসিল কুচি দিয়ে চামচ দিয়ে ভাল করে থেঁতলে মিশিয়ে দিন। বরফ দিন। এবার ক্যান থেকে হোয়াইট পিচ স্পার্কলিং সেটজর ওয়াটার দুটো গ্লাসে সমান ভাবে ঢেলে উপরে স্ট্রবেরি দিয়ে গার্নিশ করে নিন।
First Published: Thursday, February 7, 2013, 16:07