Last Updated: April 1, 2012 15:08

সেনাপ্রধানের বিদেশ সফর ছেঁটে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক। রবিবার একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, সেনাপ্রধান জেনারেল ভিকে সিং-এর পূর্ব নির্ধারিত ৪ দিনের নেপাল সফর কমিয়ে ২ দিন করে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।
শুধু সফরসূচি ছেঁটে দেওয়াই নয়, নেপাল সফরে সেনাপ্রধানের সঙ্গে প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কমিয়ে একেবারে ন্যূনতম করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিপর্যয় মোকাবিলা ও সন্ত্রাস মোকাবিলার উপর আগামী সপ্তাহে একটি সেমিনার আয়োজন করেছে নেপাল। জেনারেল সিং চেয়েছিলেন, তাঁর নেপাল সফর ৪ দিনের করতে। কিন্তু সেনাপ্রধানের আবেদন পত্রপাঠ খারিজ করে, ওই সফর ২ দিনের করে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ওই সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, নেপাল সফরে প্রতিরক্ষামন্ত্রক চেয়েছিল জেনারেল সিংয়ের বদলে কোনও জুনিয়ার অফিসারকে পাঠাতে।
প্রসঙ্গত, বয়স বিতর্ক থেকে শুরু করে সেনা বাহিনীর ট্রাক কেনাবেচায় ঘুষের প্রস্তাবের অভিযোগ, বিভিন্ন ইস্যুতেই সেনাপ্রধান ও সরকার সম্পর্ক সাম্প্রতিক কালে তলানিতে এসে ঠেকেছে। সেনাপ্রধানের নেপাল সফর ছেঁটে ফেলার ঘটনা তলানি সম্পর্কেরই প্রতিফলন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
First Published: Sunday, April 1, 2012, 15:08