Last Updated: March 13, 2012 13:24

ম্যাচ গড়াপেটার যাবতীয় অভিযোগ অস্বীকার করলেন বলিউড অভিনেত্রী নূপুর মেহেতা। রবিবার লন্ডনের `সাণ্ডে টাইমস`এ নূপুরের ছবি প্রকাশিত হয়েছিল। দাবি করা হয়েছিল ম্যাচ গড়াপেটায় বুকিরা এই বলিউড অভিনেত্রীর সাহায্য নিয়েছিল।
তারপরই সোমবার নানান অভিযোগ অস্বীকার করলেন নূপুর। জানিয়ে দিলেন কোন ক্রিকেটারের সঙ্গে তাঁর কোন সম্পর্ক নেই। কোন দিন আইপিএল পার্টিতেও জাননি তিনি বলে দাবি করেছেন নূপুর। নূপুরের মতে সংবাদপত্রে প্রকাশিত ছবি তাঁর, কিন্তু ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত নন বলে সাফ জানিয়েছেন তিনি। অন্যদিকে ভারত-পাক ম্যাচে গড়াপেটার অভিযোগ মানতে নারাজ ভারতীয় বোর্ড। বোর্ড কর্তা রাজীব শুক্লা এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। রবিবার `সাণ্ডে টাইমস` দাবি করেছিল বহু কাউন্টি ম্যাচ সহ বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ ফিক্স ছিল। গোটা ব্যাপারটা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে আইসিসি।
First Published: Tuesday, March 13, 2012, 13:25