বন্ধ হয়ে গেল ইসকো আধুনিকীকরণের কাজ, Modernisation of ISCO stopped

বন্ধ হয়ে গেল ইসকো আধুনিকীকরণের কাজ

বন্ধ হয়ে গেল ইসকো আধুনিকীকরণের কাজচাকরির দাবিতে নতুন করে জমিহারাদের আন্দোলনের জেরে বন্ধ হয়ে গেল ইসকো আধুনিকীকরণের কাজ। আজ সকালে ইসকোর কাছে পুরুষোত্তমপুর এলাকায় কাজ শুরু করতে গেলে বাধা দেন গ্রামবাসীরা। আধুনিকীকরণের জন্য বেশ কয়েকবছর আগে ইসকোর আশেপাশের তিনটি গ্রাম থেকে জমি অধিগ্রহণ করা হয়েছিল। তখন থেকেই ক্ষতিপূরণের পাশাপাশি চাকরির দাবিতে সরব হয়েছিলেন পুরুষোত্তমপুর গ্রামের তিনশোজন জমিহারা। পরে ক্ষতিপূরণ মেলায় আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে যায়। কিন্তু গত চারমাস হল ফের নতুন করে চাকরির দাবিতে আন্দোলন শুরু হয়েছে। আজ আন্দোলনের জেরে কাজ বন্ধ হয়ে গেলে ঘটনাস্থলে যান ইসকোর আধিকারিকরা। চাকরির দাবি পূরণ না হওয়া পর্যন্ত ওই এলাকায় কর্মীদের কাজ করতে দেওয়া হবে না বলে আধিকারিকদের জানিয়েছেন গ্রামবাসীরা।






First Published: Monday, January 2, 2012, 17:19


comments powered by Disqus