Last Updated: April 30, 2014 19:23

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদের যোগ্য নন। এমনটাই মনে করেন নোবেলজয়ী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
``মোদীকে নিয়ে আমার মতামত সবারই জানা। প্রধানমন্ত্রীপদের জন্য আমি মোদীকে যোগ্য প্রার্থী মনে করি না। কিছু মানুষের মধ্যে মোদী অবশ্যই খুবই জনপ্রিয়। ব্যবসায়িদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় তিনি। কিন্তু তার মানেই তিনি আমাদের প্রিয় প্রার্থী হবেন তার কোনও মানে নেই।`` আজ শান্তিনিকেতনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই মন্তব্য করেন অমর্ত্য সেন।
এর সঙ্গেই বিশিষ্ট এই অর্থনীতিবিদ জানিয়েছেন ``আমি ধর্মনিরপেক্ষ একজনকে এদেশের প্রধানমন্ত্রী হিসাবে চাই। এমন একজনকে চাই যাঁকে দেখে এদেশের সংখ্যালঘু মানুষেরা যেমন মুসলিম, খ্রীষ্টানরা ভয় পাবেন না। দেশের নেতার অন্যতম চরিত্র হওয়া উচিত এটাই।``
First Published: Wednesday, April 30, 2014, 19:23