Last Updated: April 30, 2014 11:38

ভোট দিয়েই নিজের সেলফি তুলে টুইটারে পোস্ট। ২০১৪ লোকসভা নির্বাচনের এটাই ট্রেন্ড। সেলেব থেকে আম আদমি, সকলেই প্রায় ভোট দিয়ে কালিমাখা আঙুলের ছবি পোস্ট করেছেন। পিছিয়ে থাকলেন না প্রধানমন্ত্রী পদপ্রার্থীও। ভোট দিয়েই সেলফি তুললেন নরেন্দ্র মোদী। সাদা কুর্তায় সেই ছবি পোস্ট করলেন টুইটারে।
লিখেছেন, "আমার সেলফি। ভোট দেওয়ার সময় নির্ভয়ার কথা মনে রাখবেন#নির্বাচন২০১৪।" এ দিন সকালে নিজের মায়ের ভোট দিতে আসেন মোদী। সঙ্গে ছিলেন অমিত শাহও। গুজরাতে ঠিকমতো প্রচার করতে পারেননি বলে এ দিন ক্ষমা চেয়ে নেন মোদী।
অস্কারের সেলফি ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছিল। মোদীর সেলফি জনপ্রিয়তায় মনে করিয়ে দিল মোদী ঝড়ের কথাই। ভোটের গুরুগম্ভীর পরিবেশে, সন্ত্রাস আর বিতর্কিত মন্তব্যের মাঝে মোদীর সেলফি যেন এক পলক খোলা হাওয়া।
First Published: Wednesday, April 30, 2014, 11:38