আমার সুনামি ধুয়ে দেবে কংগ্রেসকে:মোদি

আমার সুনামি ধুয়ে দেবে কংগ্রেসকে:মোদি

আমার সুনামি ধুয়ে দেবে কংগ্রেসকে:মোদি বিহারে বিপুল জনসমাবেশে কালই নির্বাচনি প্রচার সেরেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। মানুষের ভিড়ে মিশে মোদির আত্মবিশ্বাস, "সারা দেশে সুনামির মতো ঢেউ উঠেছে। এই ঢেউ ধুয়ে দেবে কংগ্রেসকে।"

সেইসঙ্গেই অটল বিহারী বাজপায়ী সম্পর্কে মোদি বলেন, "অটল বিহারী বাজপায়ীর স্বপ্ন ছিল ভারত ও নেপালের নদীগুলোকে একসঙ্গে জোরার। আমরা ক্ষমতায় এসে সেই স্বপ্পপূরণ করতে চাই।"

বৃহস্পতিবার দেশের ষষ্ঠ দফার নির্বাচনে বিহারে ব্যাপকভাবে ভোটদান করতে দেখা যায় মহিলা ও অল্পবয়সী ভোটারদের। ভোটার মধ্যে মোদি সমর্থন করার প্রবণতাও লক্ষ্য করা গেছে। ১৫ এপ্রিল প্রকাশিত এক্সিট পোলেও দেখা যাচ্ছে এগিয়ে রয়েছে বিজেপিই। ১৬ মে জানা যাবে ফলাফল।


First Published: Friday, April 25, 2014, 11:06


comments powered by Disqus