মোদী আজ কলকাতায় কখন কোথায়

মোদী আজ কলকাতায় কখন কোথায়

মোদী আজ কলকাতায় কখন কোথায়--------------------------------------------------------------------

লোকসভা ভোটের মুখে ব্রিগেডে আজ নরেন্দ্র মোদীর সভা। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী বলেন তার দিকেই তাকিয়ে সবাই। ইতিমধ্যে তৃণমূলের ব্রিগেড সভায় মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষে মোদীকে `দাঙ্গার মুখ` বলে চিহ্নিত করেছেন৷ সেই কটাক্ষের জবাব মোদী ফিরিয়ে দেন কি না সেটাই দেখার।

কলকাতায় আজ মোদীর সফরসূচি--

দুপুর ১.১৫-- দমদম বিমানবন্দরে নামবে মোদীর বিমান।

দুপুর ১.৩০টা- হেলিকপ্টার চড়ে রেসকোর্সে।

দুপুর ১.৩৫টা-- সড়কপথে ব্রিগেড।

দুপুর ২টা-- মঞ্চে উঠবেন।

দুপুর ৩.২০-সভা শেষ।

দুপুর ৩.৩০টা- পর্যন্ত ব্রিগেডে থাকবেন।

দুপুর ৩.৪৫টা- বিমানবন্দরে পাড়ি।

দুপুর ৩.৫০টা- দিল্লির পখে রওনা।

First Published: Wednesday, February 5, 2014, 11:26


comments powered by Disqus