Last Updated: June 5, 2013 15:26

মোদী ক্যারিশমায় গুজরাতে বাজিমাত করল বিজেপি। রাজ্যে উপনির্বাচনে মোদী হাওয়ায় উড়ে গেল কংগ্রেস। এই ফলাফল প্রধানমন্ত্রীর পদের দাবিদার নরেন্দ্র মোদীকে বাড়তি অক্সিজেন জোগালো।
গুজরাতে ২টি লোকসভা ও ৪টি বিধানসভা আসনই কংগ্রেসের থেকে ছিনিয়ে নিল বিজেপি। বনসকান্তা ও পোরবন্দর লোকসভা আসনে পর্যুদস্ত হয়েছে কংগ্রেস। বনসকান্তায় জয়ের মার্জিন ১লক্ষ ২৮ হাজার। সবরকান্তায় বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন ৭১হাজারেরও বেশি ভোটে। লিম্বাডি, মোরভা, হাদফ, জেটপুরে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। ধোরাজিতে শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত হালে পানি পাননি কংগ্রেস প্রার্থী।
First Published: Wednesday, June 5, 2013, 16:24