মহাষ্টমীর মহোত্‍সবে

মহাষ্টমীর মহোত্‍সবে

মহাষ্টমীর  মহোত্‍সবেআজ মহাষ্টমী। কলকাতার রাস্তায় জনপ্লাবন। মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। উত্তর থেকে দক্ষিণ, আলোর মালায় সেজেছে শহর। বিকেলে কলকাতার একাংশে কয়েক পশলা বৃষ্টিও দর্শনার্থীদের উত্‍সাহে ভাটা পড়তে দেয়নি। সন্ধে নামতেই মহানগরের রাস্তায় জনজোয়ার। বড় বড় পুজোমণ্ডপে ভিড় তো আছেই, বনেদি বাড়ির পুজো দেখতেও মানুষের উত্‍সাহে ঘাটতি নেই। পায়ে পা মিলিয়ে ঠাকুর দেখতে বড়দের সঙ্গে পথ হাঁটছে ছোটরাও।

First Published: Tuesday, October 4, 2011, 18:43


comments powered by Disqus