আজ মহাসপ্তমী

আজ মহাসপ্তমী

আজ মহাসপ্তমীসূর্যোদয়ে কলাবউ স্নানের মধ্যে দিয়ে সূচনা মহাসপ্তমীর।
প্রচলিত প্রবাদ অনুসারে কলাবউ হলেন গণেশের স্ত্রী।
কিন্তু পুরাণ মতে দেবী দুর্গাকে গঙ্গাস্নানে না নিয়ে গিয়ে জলের নীচে কলাগাছের মধ্যে প্রাণপ্রতিষ্ঠা করা হয়।
জল থেকে প্রাণ সঞ্চার করা হয়। এরপর হয় নবপত্রিকা পুজো। নব অর্থাত্ নটি। নটি পাতা পুজো।
কলা, হলুদ, জয়ন্তী, বেল, অশোক, অরুণ, ধান, ডালিম, কচু পাতা পুজো করা হয়। নটি পাতাকে নবদুর্গাও বলা হয়।

First Published: Monday, October 3, 2011, 10:53


comments powered by Disqus