Last Updated: January 31, 2012 23:54

হোসে রামিরেজ ব্যারটো ছিলেন। যুক্ত হয়েছেন, ওডাফা ওকোলি! চলতি মরসুমে প্রায় প্রতিটি ম্যাচেই মোহনবাগানের হারজিত নির্ভর করছে এঁদের পারফরম্যান্সের উপর।
মঙ্গলবার কেরলের কোচিতে আই লিগের অ্যাওয়ে ম্যাচে চিরাগ কেরলকে ৩-১ গোলে হারাল মোহনবাগান। ২টি গোল ওডাফার. অন্য গোলটি ব্যারেটোর। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওডাফা এগিয়ে দেন মোহনবাগানকে। দ্বিতীয়ার্ধের গোড়ায় অনিল কুমারের গোলে চিরাগ কেরল সমতায় ফেরার পরই ফের অশনি সঙ্কেত দেখছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। কিন্তু নব্বই মিনিটের যুদ্ধের ক্লাইম্যাক্স ছিল নাটকীয়। ম্যাচের শেষ ১০ মিনিটে ওডাফা-ব্যারেটো জুটির ম্যাজিক মোহনবাগানের ঘরে এনে দিল মূল্যবান তিন পয়েন্ট। ৮৩ মিনিটে পালতোলা নৌকোকে এগিয়ে দেন ওডাফা। ৮৭ মিনিটে ৩-১ করেন ব্যারেটো। আজকের জয়ের ফলে আই লিগের ১৮ ম্যাচে ৩৩ পয়েন্টে পৌঁছে লিগ টেবলে ৩-নম্বরে উঠে এল সবুজ-মেরুন।
First Published: Tuesday, January 31, 2012, 23:54