Last Updated: February 19, 2013 20:09

মহামেডান (১) প্রয়াগ ইউনাইটেড (১)
শেষ মিনিটের গোলে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল প্রয়াগ ইউনাইটেড। যুবভারতীতে ঘরোয়া লিগে মহমেডান বনাম প্রয়াগ ইউনাইটেড ম্যাচ ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও তিন পয়েন্ট হাতছাড়া করতে হল অলোক মুখার্জির দলকে। খেলার পনেরো মিনিটে অসীম বিশ্বাসের গোলে এগিয়ে যায় মহমেডান।
লিড নেওয়ার পরও ম্যাচে মহমেডানের দাপট ছিল সংশয়াতীত। কিন্তু খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে ভিনসেন্টের গোল মহমেডানের তিন পয়েন্ট পাওয়ার আশায় জল ঢেলে দেয়।
First Published: Tuesday, February 19, 2013, 20:09