Last Updated: March 24, 2012 20:30

আই লিগের দ্বিতীয় ডিভিসনে দুরন্ত জয় পেল মহমেডান। শিলিগুড়িতে লিগ শীর্ষে থাকা ইউনাইটেড সিকিমকে ২-০ গোলে হারিয়ে দিল অলোক মুখার্জির দল। বাইচুংদের বিরুদ্ধে এদিন দুরন্ত ফুটবল খেলে সাদা-কালো শিবির।
প্রথমার্ধে ড্যানিয়েলের পেনাল্টি শট অসামান্য দক্ষতায় বাঁচান মহমেডান গোলকিপার অর্ণব দাসশর্মা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সাদা-কালো শিবিরকে এগিয়ে দেন আলফ্রেড। বাইচুং পরিবর্ত হিসাবে মাঠে নামার পর আক্রমনে ঝাঁঝ বাড়ায় ইউনাইটেড সিকিম। কিন্তু খেলার একেবারে শেষ পর্বে আলফ্রেডের দ্বিতীয় গোল মহমেডানের জয় নিশ্চিত করে দেয়। দলের খেলায় উচ্ছ্বসিত মহমেডান কোচ অলোক মুখার্জি। স্ট্যানলি,আজিমের মত দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়াই দল যেভাবে পারফরম্যান্স করেছে, তাতে তৃপ্ত মহমেডান কোচ।
First Published: Saturday, March 24, 2012, 20:30