Last Updated: April 12, 2012 20:44
প্রয়াত হলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মোহিত চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সংস্কৃতি মহল। শোকজ্ঞাপন করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম নেতা বিমান বসু।
মোহিত চট্টোপাধ্যায়ের জন্ম বাংলাদেশের বরিশালে। ১৯৩৪ সালের পয়লা জুন। ১৩ বছর বয়সে পরিবারের সঙ্গে পাকাপাকি ভাবে কলকাতায় চলে আসেন তিনি। ১৯৫০ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষার পর ভর্তি হন সিটি কলেজে। সাহিত্য চর্চার সুবাদে সেই সময় থেকেই ঘনিষ্টতা তৈরি হয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্দিপন চট্টোপাধ্যায়,কবি শক্তি চট্টোপাধ্যায়ের মত বিশিষ্ট মানুষজনের সঙ্গে। কবিতা দিয়েই প্রথম সাহিত্য চর্চার শুরু। কবিতা থেকে পরে সরে আসেন থেকে নাট্যচর্চায়। শুরু করেন নাটক লেখা। কবিতা থেকে সরে এলেও তাঁর নাটকের ভাষাতে বারবারই উঠে এসেছে কাব্যিক পেলবতা। নাট্যসমালোচকরা বলেন কীমিতিবাদী নাটকের লেখনশৈলিই মোহিত চট্টোপাধ্যায়ের নাটকের অন্যতম বৈশিষ্ট্য।পূর্ণাঙ্গ নাটক ছাড়াও বহু একাঙ্ক নাটকের স্রষ্টা মোহিত চট্টোপাধ্যায়। তাঁর লেখা রাজরক্ত নাটক রাজনৈতিক নাটকের ইতিহাসে এক অনবদ্য মাইলস্টোন।
পরে এই নাটক বিভিন্ন ভাষায় দেশের বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হয়েছে। নাটক ছাড়াও বহু জনপ্রিয় সিরিয়াল ও সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়। তাঁর লেখা কয়েকটি চলচ্চিত্রের মধ্যে অন্যতম মৃগয়া। সিনেমার পরিচালক মৃণাল সেন। পরশুরাম,ওকা উরি কথা,জেনেসিস সিনেমার স্ক্রিপ্টও তারই সৃষ্টি। কয়েকটি উল্লেখযোগ্য নাটকের মধ্যে প্রথমেই ক্যাপ্টেন হুরা, মৃচ্ছকটিক, মহাকালীর বাচ্চা,গ্যালিলিওর জীবন,অক্টোপাশ লিমিটেড, জোছনাকুমারি, মুষ্টিযোগ, হারুন উল রশিদ। সম্প্রতি তাঁর তথাগত নাটকটিও বাংলা নাট্যপ্রেমী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়তা। বিশিষ্ট এই নাট্য ব্যক্তিত্বের প্রয়াণে শেষ হল একটি যুগের।
First Published: Thursday, April 12, 2012, 20:44