Last Updated: March 2, 2013 17:00
মোহনবাগান (৩) মহামেডান স্পোর্টিং (০)
(সাবিথ-২, আইবোর)ওডাফা ছিলেন, টোলগেও ছিলেন। কিন্তু মোহনবাগানকে বড় ম্যাচ জেতালেন নতুন এক হিরো। সেই হিরোর পায়েই কলকাতা ঘরোয়া লিগের ম্যাচে কল্যাণীতে মোহনবাগান ৩-০ গোলে হারাল মহামেডানকে। তিনি সাবিথ। ওডাফাদের ম্লান করে যার জোড়া গোল দলকে ঘরোয়া লিগের লড়াইয়ে টিকিয়ে রাখল। ম্যাচের প্রথমার্ধেই সাবিথের দুটো গোল মোহনবাগানের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেছিল। ম্যাচের ৫৭ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন আইবোর
অন্যদিকে কোচ বদল করে মহামেডানের লাভ বলতে মোহনবাগানের কাছে ইস্টবেঙ্গলের চেয়ে কম গোলে হার। নতুন সাদা কালো কোচ সঞ্জয় সেন অবশ্য বলছেন, "হাতে সেভাবে সময় পায়নি তবু ছেলেরা যথেষ্ট লড়েছে"।
ঘরোয়া লিগের প্রথম পর্বের মোহনবাগানকে ১-০ হারিয়ে ছিল মহামেডান।
First Published: Saturday, March 2, 2013, 17:15