Last Updated: November 10, 2013 21:07

মোহনবাগান (২) ভবানীপুর (০)
(ডেনসন দেবদাস, শঙ্কর ওঁরাও)
ভবানীপুরের বিরুদ্ধে ২-০ গোলে জিতল মোহনবাগান। প্রথমার্ধের একেবারে শেষমূহুর্তে পেনাল্টি থেকে করা ডেনসন দেবদাসের গোলে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধের শুরুতে মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান শঙ্কর ওঁরাও।
এদিন বারাসত স্টেডিয়ামে সবুজ-মেরুন সমর্থকরা ভিড় জমিয়েছিলেন শুধুমাত্র ওডাফাকে দেখার জন্য। ম্যাচের ৬৩ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে ওডাফাকে নামান কোচ করিম বেঞ্চারিফা।
নাইজেরীয় গোলমেশিন যে পুরোপুরি ফিট নন,তা স্পষ্ট। বড় ম্যাচের আগে ওডাফাকে ম্যাচ ফিট করতে তাই পরিবর্ত হিসেবে নামান করিম। কিন্তু ম্যাচের শেষ আধঘন্টায় খুঁজে পাওয়া যায়নি ওডাফাকে। এদিকে ব্যারেটোর ভবানীপুর বেশ কয়েকবার গোলের সুযোগ পেলেও,তা কাজে লাগাতে পারেননি। তবে ব্যারেটো ছিলেন চেনা ছন্দেই।
First Published: Sunday, November 10, 2013, 21:07