Last Updated: November 2, 2012 21:45

না খেলেই ট্রফির খরা কাটাল মোহনবাগান। এয়ারলাইন্স কাপের ফাইনাল না খেলেই চ্যাম্পিয়ন হয়ে গেলেন টোলগে-ওডাফারা। এয়ারলাইন্স কাপের ফাইনালে খেলার কথা ছিল মোহনবাগান আর মহমেডানের। কিন্তু বিভিন্ন কারণে সেই ফাইনাল ম্যাচ আয়োজন করে উঠতে পারেননি উদ্যোক্তারা। উদ্যোক্তাদের গড়িমসিতে ক্ষুব্ধ মহমেডান কর্তারা এয়ারলাইন্স কাপ ফাইনাল না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।
শুক্রবার এই নিয়ে বৈঠকে বসেছিলেন উদ্যোক্তারা। সেখানেই মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ১৮ নভেম্বর এয়ারলাইন্স টেন্টে মোহনবাগানের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ২০১০ সালের মে মাসে ঘরোয়া লিগের খেতাব জিতেছিল মোহনবাগান। তারপর আবার ট্রফি ঢুকল সবুজ-মেরুন তাঁবুতে।
First Published: Friday, November 2, 2012, 21:45