শাস্তি নিয়ে দু`প্রধানের চাপানউতোর চরমে

শাস্তি নিয়ে দু`প্রধানের চাপানউতোর চরমে

শাস্তি নিয়ে দু`প্রধানের চাপানউতোর চরমেডার্বি কাণ্ডে মোহনবাগানের শাস্তি নিয়ে দুই প্রধানের মধ্যে চাপানউতোর অব্যহত। ফেডারেশনকে পাঠানো ইস্টবেঙ্গলের চিঠি নিয়ে কটাক্ষ করল মোহনবাগান। ৯ ডিসেম্বর বিতর্কিত ডার্বি ম্যাচের পর ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদারের মন্তব্য করেছিলেন, তিনি চান বাংলা ফুটবলের স্বার্থে মোহনবাগান যেন নির্বাসিত না হয়।

আই লিগ থেকে মোহনবাগান নির্বাসিত হওয়ার পর সেই ইস্টবেঙ্গল সচিবই উল্টোপথে হাঁটলেন। তিনি চিঠি পাঠান ফেডারেশন সভাপতিকে। সেখানে নিয়ম মেনে মোহনবাগানকে শাস্তি দেওয়ার জন্য ফেডারেশন কর্তাদের প্রশংসা করেছেন তিনি। একইসঙ্গে মোহনবাগানের নাম না করে তাদের বিরুদ্ধে ফেডারেশন যেন কোনও নরম মনোভাব না দেখায়,তারও উল্লেখ করেছেন তিনি। ইস্টবেঙ্গলের এই দুমুখো নীতির তীব্র সমালোচনা করেছেন মোহনবাগান অর্থসচিব দেবাশিস দত্ত। মোহনবাগান কর্তাদের আশা ক্লাবের লক্ষ লক্ষ সভ্য সমর্থকদের পাশে নিয়ে খারাপ সময় কাটিয়ে উঠবে শতাব্দী প্রাচীন ক্লাবটি।

First Published: Wednesday, January 2, 2013, 21:57


comments powered by Disqus