ওডাফা-রন্টি সমান সমান, করিম এখনও ছন্দের খোঁজে

ওডাফা-রন্টি সমান সমান, করিম এখনও ছন্দের খোঁজে

মোহনবাগান (০) ইউনাইটেড স্পোর্টস (০)

ঘরোয়া লিগে ইউনাইটেড স্পোর্টসের কাছে আটকে গেল মোহনবাগান। ওডাফা আর র‍্যান্টির দ্বৈরথ শেষ হল গোলশূন্যভাবে। মরসুমের প্রথম ডার্বির মহড়া হিসাবেই ইউনাইটেড ম্যাচকে দেখেছিলেন মোহনবাগান কোচ করিম। তাই ওডাফাকে শুরু থেকেই খেলান তিনি।

ইউনাইটেডের বল পজিসন বেশি থাকলেও,গোলের সুযোগ বেশি পেয়েছিল মোহনবাগানই। তবে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি ওডাফা,সাবেথরা। ঘরোয়া লিগে ইতিমধ্যেই ছয় পয়েন্ট নষ্ট করে ফেলল মোহনবাগান। তা সত্বেও আশা ছাড়ছেন না বাগান কোচ করিম।বরং শক্তিশালী ইউনাইটেডের বিরুদ্ধে এক পয়েন্টকে পজিটিভ হিসাবেই দেখছেন তিনি।
 
চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন মোহনবাগানের কেনিয়ার স্ট্রাইকার এরিক। রবিবার ওডাফার পরিবর্ত হিসাবে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি।

First Published: Sunday, November 17, 2013, 20:54


comments powered by Disqus