Last Updated: January 18, 2014 20:12

ফেড কাপে মোহনবাগানের দুরন্ত পারফরম্যান্স অব্যাহত। পরপর দুটি ম্যাচ জয় পেল করিম বেঞ্চারিফার দল। শনিবার শিলং লাজংয়ের বিরুদ্ধে ৬-০ গোলে জিতল মোহনবাগান।
এদিন মোহনবাগানের হয়ে জোড়া গোল করেন ওডাফা এবং ক্রিস্টোফার। একটি করে গোল করেন কাত্সুমি এবং উজ্জ্বল হাওলাদার। ম্যাচ জিতে কার্যত ফেড কাপের সেমিফাইনালে মোহনবাগান।
ফেডারেশন কাপে মোহনবাগানের স্বপ্নের পারফরম্যান্স। কোচিতে শিলং লাজংকে হাফ ডজন গোলে হারালেন ওকেলি ওডাফারা। জোড়া গোল করলেন করিমের দুই স্ট্রাইকার ওডাফা আর ক্রিস্টোফার। বড়ম্যাচের পর গোল পেলেন জাপানি মিডফিল্ডার কাতসুমি। খেলার শেষমুহুর্তে স্কোরশিটে নিজের নাম লিখিয়ে যান সদ্য মোহনবাগানে যোগ দেওযা উজ্জ্বল হাওলাদার।
বড়ম্যাচে জয় একটা দলকে কতটা উজ্জ্বীবিত করতে পারে,তার জ্বলন্ত উদাহরণ হতে পারে মোহনবাগান। ঘরোয়া লিগের গুরুত্বহীন ডার্বি জিতে ফেডাকাপে খেলতে এসেছিল করিমের দল। পরপর দুম্যাচে জয় তারই প্রমাণ করে। ফেডকাপে আগের ম্যাচে সালগাঁওকরকে ৪-০ গোলে হারিয়েছিল শিলং লাজং। শনিবার কোচিতে পাহাড়েরপ দলটি কার্যত দাঁড়াতেই দেয়নি করিমের দল। ম্যাচের শুরু থেকেই আক্রমনে যায় সবুজ-মেরুন শিবির। চোট কাটিয়ে ওডাফার মাঠে ফেরা বাড়তি অক্সিজেন দেয় মোহনবাগানকে। ওডাফা আর ক্রিস্টোফার জুটিকে আটকাতে কার্যত হিমসিম খেতে হয় শিলং ডিফেন্সকে। ওডাফারা গোলের সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত মোহনবাগান।
First Published: Saturday, January 18, 2014, 20:12