Last Updated: June 6, 2013 19:18

গার্ডেনরিচকাণ্ডে জামিন পেলেন মোক্তার। জামিনের নির্দেশ দিল আলিপুর আদালত। দশ হাজার টাকার বন্ডে জামিন পেলেন এই কংগ্রেস নেতা। গ্রেফতারের একশো দিন পর তাঁর জামিন মিলল। এদিন মোক্তারের পাশপাশি, গার্ডেনরিচকাণ্ডে অভিযুক্ত আরও ৬ জনের জামিন মঞ্জুর করে আদালত৷ এরা হলেন,আব্দুল রহমান, মহম্মদ রফিক, শাকিল আহমেদ, তাবরেজ আলম, গোলাম মোস্তাফা ও মহম্মদ মুস্তাক৷
এদিন শুনানির সময় মোক্তারের আইনজীবী বলেন, একই অভিযোগে অনেকেই জামিন পেয়েছেন৷ ইতিমধ্যেই গার্ডেনরিচকাণ্ডের চার্জশিট জমা করেছে পুলিশ৷ এই অবস্থায় মোক্তারের জামিন না হওয়ার কোনও কারণ নেই৷
মোক্তারের জামিনের বিরোধিতা করে আদালতে সরকারি আইনজীবী বলেন,মোক্তার ছাড়া পেলে সাক্ষীদের ভয় দেখানো বা প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন৷ দুপক্ষের সওয়াল জবাবের পর মোক্তারের জামিন মঞ্জুর করে আদালত৷ তবে সপ্তাহে একদিন ভবানী ভবনে তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে তাঁকে৷
First Published: Thursday, June 6, 2013, 19:37