Last Updated: October 28, 2013 18:20

ট্রেনের বাতানুকুল কামরায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল খোদ টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। এ বিষয়ে মালদা স্টেশনে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী।
ওই তরুণী ব্রহ্মপুত্র মেলে দিল্লি থেকে নিউ জলপাইগুড়ি আসছিলেন। মহিলার অভিযোগ, এস কে ওঝা নামে ওই টিকিট পরীক্ষক গভীর রাতে তাঁর শ্লীলতাহানি করে। পরে মালদায় ট্রেন থামলে ওই টিকিট পরীক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা। অভিযুক্ত টিকিট পরীক্ষককে আটক করেছে পুলিস।
First Published: Monday, October 28, 2013, 18:20