Last Updated: April 8, 2013 10:00

পার্ক স্ট্রিটে ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল। শনিবার রাত একটা নাগাদ পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁর বাইরে বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন এক মহিলা। অভিযোগ সে সময়ই ওই মহিলার পরিচিত এক ব্যক্তি তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করে। এই ঘটনায় পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে।
পার্ক স্ট্রিটে ফের এক মহিলার শ্লীলতাহানির ঘটনায় আবার প্রশ্নের মুখে মহানগরের নিরাপত্তা। রাতের শহরে প্রশ্নের মুখে মেয়েদের নিরাপত্তা।
শনিবার রাত একটা। পার্ক স্ট্রিটের একটি রেস্তোরার বাইরে বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন এক মহিলা। অভিযোগ হঠাত্-ই সে সময় এক ব্যক্তি ওই মহিলার শ্লীলতাহানি করে। অভিযুক্ত ব্যক্তি নিগৃহীতার পরিচিত। ওই মহিলা চিত্কার করায় পালিয়ে যায় ওই ব্যক্তি। রবিবার এই ঘটনায় পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এরআগে দুহাজার বারোর ফেব্রুয়ারিতে পার্ক স্ট্রিটে গণধর্ষণের শিকার হয়েছিলেন এক মহিলা। কলকাতা হাইকোর্টে সেই ঘটনার শুনানিও শুরু হয়েছে। এরইমধ্যে এই ঘরনের ঘটনা পুলিসি নজরদারির অভাবের অভিযোগকে আরও জোরদার করে দিল।
First Published: Monday, April 8, 2013, 10:00