তৃণমূলে যোগদানে গররাজি হওয়ায় শ্লীলতাহানি

তৃণমূলে যোগদানে গররাজি হওয়ায় শ্লীলতাহানি

তৃণমূলে যোগদানে গররাজি হওয়ায় শ্লীলতাহানিতৃণমূলে যোগ দেওয়ার জন্য গত ২ মাস ধরেই দেওয়া হচ্ছিল হুমকি। শনিবার রাতে তা পরিণত হল পরিকল্পিত আক্রমণে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার কানাইদিঘিতে। আক্রান্ত মহিলা অভিযোগ করেছেন, প্রথমে তাঁর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। পরে তাঁকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয়েছে বলেও থানায় অভিযোগ জানিয়েছেন তাঁর ছেলে। অপমানে বিষ খেয়ে আত্মঘাতী হতে যান ওই মহিলা। তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২ মাস আগে আক্রান্ত মহিলার স্বামীকে হুমকি দেওয়া হয় তৃণমূলে যোগ দেওয়ার জন্য। বাড়িতে ঢুকে তাঁকে মারধরও করা হয়। আতঙ্কে রাজ্যের কোনও হাসপাতালে ভর্তি হতে পারেননি তিনি। বর্তমানে ওড়িশার এক হাসপাতালে চিকিত্সাধীন তিনি। ঘটনায় মোট ২১ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলার ছেলে। তবে, পুরো অভিযোগই অস্বীকার হয়েছে তৃণমূলের তরফে। গোটা ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। নিন্দায় সরব হয়েছেন বিশিষ্টজনেরা।






First Published: Wednesday, April 18, 2012, 13:33


comments powered by Disqus