পুলিসের নাকের ডগাতেই বারুইপুরে শ্লীলতাহানির ঘটনা

পুলিসের নাকের ডগাতেই বারুইপুরে শ্লীলতাহানির ঘটনা

পুলিসের নাকের ডগাতেই বারুইপুরে শ্লীলতাহানির ঘটনাপুলিসের নাকের ডগাতেই শ্লীলতাহানির ঘটনা। অধরা অভিযুক্তরা। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ। বারুইপুর থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে কাজিপাড়ার মোড়। গতকাল সন্ধেয় বাড়ি ফিরছিলেন চার তরুণী। সেই সময়ই তাদের উদ্দেশে অশালীন মন্তব্য করে স্থানীয় কিছু যুবক।

এক তরুণীকে শারীরিক নিগ্রহেরও শিকার হতে হয়। নিগৃহীতার অভিযোগ, তার বান্ধবীরা চিত্‍কার করলেও কেউই তাদের উদ্ধারে এগিয়ে আসেনি।

গোটা ঘটনা জানিয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে তরুণী। শ্লীলতাহানির ঘটনায়  অভিযুক্ত হিসাবে উঠে এসেছে বুবাই শেখ ও বাট্টু গাজির নাম। স্থানীয় উপপ্রধানের অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে এলাকায় সমাজবিরোধীদের দৌরাত্ম্য। প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি বলে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের উপপ্রধান সুরজিত পুরকাইত।

First Published: Wednesday, September 18, 2013, 12:11


comments powered by Disqus