Last Updated: February 6, 2014 10:29

ফের শ্লীলতাহানি। ফের প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা। এবার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগণার বসিরহাটে। সরস্বতী পুজোর রাতে শ্লীলতাহানি করা হল এক মহিলা ফুটবলারকে। সরস্বতী পুজোর রাতে মদ্যপ অবস্থায় এক যুবক মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পুলিস তদন্ত করে দেখছে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা।
তবে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বসিরহাট মহাকুমা আদালত ধৃতকে তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে।
অভিযোগ উঠছে বসিরাহাটে মহিলাদের নিরাপত্তা বেশ খারাপ। স্থানীয় মানুষরা পুলিসকে বারবার বলা সত্ত্বেও সেভাবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
First Published: Thursday, February 6, 2014, 10:29