Last Updated: August 25, 2013 09:45

ভর সন্ধ্যায় কলকাতায় প্রকাশ্য রাস্তায় মহিলার শ্লীলতাহানির শিকার মহিলা। ঘটনাস্থল দক্ষিণ কলকাতার নেতাজীনগর। মহিলার উদ্দেশে কটূক্তি করতে থাকে তিন কিশোর। প্রতিবাদ করায় মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। তিন কিশোরের মধ্যে একজনের পরনে ছিল স্কুলের পোশাক। সেই সূত্র ধরেই অভিযুক্তদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।
শনিবার সন্ধে ৬টা নাগাদ প্রথমে তিন কিশোর মহিলার উদ্দেশে কটূক্তি করে এবং পরে তাঁরা মহিলার পিছু নেয়। কটূক্তির প্রতিবাদ করলে মহিলাকে অশ্লীল গালিগালাজ করতে থাকে ওই তিন কিশোর। এরপর মহিলা জুতো খুলে এক কিশোরকে মারলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভয়ে মহিলা একটি দোকানে ঢুকে পড়েন। দোকান মালিকের চিত্কারে লোকজন জড়ো হয়ে যায়। বেগতিক দেখে চম্পট দেয় তিন কিশোর। কর্তব্যরত ট্রাফিক পুলিস খবর দেন পাটুলি থানায়। রাস্তায় দাঁড়িয়েই ওই তিন কিশোরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। স্থানীয় ব্যবসায়ীরাই স্কুলের পোশাক দেখে ছাত্রদের চিহ্নিত করেছে। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করেছে পুলিস।
First Published: Sunday, August 25, 2013, 09:45