সংসদে মদ্যপ অবস্থায় শ্লীলতাহানি করেছেন বিজেপি সাংসদ, অভিযোগ কল্যাণ, কাকলির

সংসদে মদ্যপ অবস্থায় শ্লীলতাহানি করেছেন বিজেপি সাংসদ, অভিযোগ কল্যাণ, কাকলির

সংসদে মদ্যপ অবস্থায় শ্লীলতাহানি করেছেন বিজেপি সাংসদ, অভিযোগ কল্যাণ, কাকলিরসংসদের মধ্যে মদ্যপ অবস্থায় শ্লীলতাহানির অভিযোগ উঠল বিজেপি সাংসদের বিরুদ্ধে। অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষদস্তিদার।

এ দিন রেল বাজেট চলাকালীন অসাংবিধানিক ভাবে চেঁচামেচি করতে থাকেন তৃণমূল সাংসদরা। তাঁদের অচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন বিজেপি সাংসদরা। এরপরই মূল্যবৃদ্ধি ইস্যুতে আলোচনা শুরু হলে বিজেপি সাংসদরাও ছেড়ে কথা বলেননি। লোকসভার ওয়ালে নেমে যেখানে তৃণমূল সাংসদরা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে তাদের সঙ্গে হাতাহাতি বেধে যায় বিজেপি সাংসদদের। উত্তাল হয়ে ওঠে সংসদ। বিরোধিতায়, পাল্টা জবাবে মূলতবী হয়ে যায় অধিবেশন।

এরপরই বিজেপির এক নতুন সাংসদ তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদদের উদ্দেশে কটূক্তি ও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই সাংসদ মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ এনেছেন কাকলি ঘোষদস্তিদার।

First Published: Tuesday, July 8, 2014, 16:27


comments powered by Disqus