Last Updated: July 20, 2013 19:18

ফরাসি তরুণীকে শ্লীলতাহানি এবং তাঁর পুরুষ বন্ধুকে খুনের চেষ্টার ঘটনায় গ্রেফতার হল মূল অভিযুক্ত। গোবিন্দপুর এলাকা থেকে মনোজ হালদার নামে ওই যুবককে গ্রেফতার করেছে লেক থানার পুলিস।
গত রবিবার ভোর রাতে যোধপুর পার্ক এলাকায় ফরাসি যুগলকে নিগ্রহের ঘটনায় আগেই চারজনকে গ্রেফতার করে পুলিস। কিন্তু পুলিস প্রথমে শুধুমাত্র মারধর এবং গালাগালির অভিযোগ আনায় কমল নস্কর নামে একজন জামিন পেয়ে যায়। চব্বিশ ঘণ্টার খবরের জেরে সক্রিয় হয় পুলিস। এরপরই শ্লীলতাহানি এবং খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়। ধৃত মনোজ হালদারকে আগামিকাল আদালতে তোলা হবে।
First Published: Saturday, July 20, 2013, 19:18