ফের শহরে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

ফের শহরে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

ফের শহরে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগফের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। বেহালার ওরিয়েন্ট ডে স্কুলের পর এবার পাটুলির দিনবন্ধু আ্যান্ডুজ ইন্সটিটিউট অব টেকনোলজি ও ম্যানেজমেন্ট কলেজে। কলেজেরই বিবিএ-র তৃতীয় বর্ষের ছাত্র জয়দীপ দত্তের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন বিসিএ-র দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। ঘটনার তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।

পাটুলির দিনবন্ধু আ্যান্ডুজ ইন্সটিটিউট অব টেকনোলজি ও ম্যানেজমেন্ট কলেজ। বুধবার এখানেই বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলেন বিসিএ-র দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। অভিযোগ, সেসময় জয়দীপ দত্ত নামে বিবিএ-র তৃতীয় বর্ষের এক ছাত্র প্রথমে তাঁর বন্ধুদের মারধর করে। ছাত্রীটি প্রতিবাদ করলে তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনার সময় জয়দীপ মদ্যপ ছিল বলেও অভিযোগ ছাত্রীটির।

অভিযোগ জানাতে গেলে প্রথমে কলেজ কর্তৃপক্ষ ঘটনাটিকে গুরুত্ব দিতে চায়নি বলে দাবি, ওই ছাত্রীর। বৃহস্পতিবার পরিবারের লোকজন নিয়ে কলেজে গেলে শেষপর্যন্ত অভিযোগ নেওয়া হয়।তবে, কলেজে এধরণের ঘটনা আগেও ঘটেছে বলে অভিযোগ ছাত্রীর বাবার। ঘটনার তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। পাটুলি থানায় ওই ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ছাত্রীটির পরিবার।  

First Published: Thursday, October 11, 2012, 20:02


comments powered by Disqus