Last Updated: September 29, 2011 12:09

সিকিমে প্রধানমন্ত্রী
ভূমিকম্প বিধ্বস্ত সিকিম পরিদর্শনে এলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দর ছুঁয়ে গ্যাংটক পৌঁছন প্রধানমন্ত্রী। এক দিনের সিকিম সফরে
রাজ্যর উত্তরাংশের ভূমিকম্প বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি গ্যাংটকের এস টি এন এম হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাত্ করবেন তিনি। ত্রাণ ও পুনর্বাসনের কাজে প্রয়োজনীয়
কেন্দ্রীয় অর্থসাহায্যের বিষয়ে সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের সঙ্গেও আলোচনা করবেন তিনি।
First Published: Thursday, September 29, 2011, 12:09