আসিয়ানে মনমোহন সিং, monmohan singh in Indian-ASEAN Summit

আসিয়ানে মনমোহন সিং

আসিয়ানে মনমোহন সিংবর্তমান অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় আসিয়ান দেশগুলিকে আরও বেশি করে সহযোগিতার হাতকে প্রসারিত করতে হবে। আজ ইন্দোনেশিয়ার বালিতে আসিয়ান শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে একথাই জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর মতে, আগামী মার্চের মধ্যে কমপ্রিহেনসিভ ইকনমিক কো-অপারেশন চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগ এবং পরিষেবা ক্ষেত্রকে আরও প্রসারিত করা প্রয়োজন। একই সঙ্গে, নিরাপত্তা বিষয়েও আসিয়ানভুক্ত ১০টি দেশের মধ্যে যোগাযোগ নিবিড়তর করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

First Published: Saturday, November 19, 2011, 22:09


comments powered by Disqus