বিশ্ব বক্সিং, প্রি কোয়ার্টার ফাইনালে দুই ভারতীয় বক্সার, monoj kumar and dinesh kumar next round

বিশ্ব বক্সিং, প্রি কোয়ার্টার ফাইনালে দুই ভারতীয় বক্সার

বিশ্ব বক্সিং, প্রি কোয়ার্টার ফাইনালে দুই ভারতীয় বক্সারবিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী মনোজ কুমার।
চৌষট্টি কেজি বিভাগের দ্বিতীয় রাউন্ডে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রেমন্ডকে উনিশ-সাত ব্যবধানে হারিয়ে দেন ভারতের মনোজ।
একাশি কেজি বিভাগে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ভারতের দীনেশ কুমার। এশিয়ান গেমসে রুপোজয়ী দীনেশ, মন্টেনেগ্রোর বস্কোকে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেন। লন্ডন অলিম্পিকে যোগ্যতা অর্জন করা থেকে আর মাত্র একটি জয় দূরে ভারতের এই দুই চ্যাম্পিয়ন বক্সার। মনোজ আর দীনেশ পদক জয়ের আশা জিইয়ে রাখলেও,বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী সুরঞ্জয় সিং। বাহান্ন কেজি বিভাগে নবম বাছাই মঙ্গোলিয়ার নয়ামবায়ারের কাছে চোদ্দ-সতেরো ব্যবধানে হেরে যান সুরঞ্জয়।

First Published: Monday, October 3, 2011, 13:43


comments powered by Disqus