তিপান্ন বছরের রেকর্ড ভেঙে বর্ষা এল রাজধানীতে

তিপান্ন বছরের রেকর্ড ভেঙে বর্ষা এল রাজধানীতে

তিপান্ন বছরের রেকর্ড ভেঙে বর্ষা এল রাজধানীতে গত ৫৩ বছরের রেকর্ড ভেঙে দিল রাজধানীর বর্ষা। নির্দিষ্ট সময়ের ১৩ দিন আগেই রবিবার বর্ষা এসে গেল দিল্লিতে। এর আগে সবথেকে তাড়াতাড়ি বর্ষা আসার রেকর্ড ছিল ২১ জুন, ১৯৬০। এবারে তার প্রায় পাঁচ দিন আগেই দেশের অধিকাংশ জায়গাতেই শুরু হয়ে গেছে বর্ষার বৃষ্টি। রবিবার সকাল থেকেই ভারী বৃষ্টিতে জল জমে রয়েছে রাজধানীর রাস্তায়।

সাধারণত বর্ষা আসার নির্দিষ্ট দিন ধরা হয় ২৬ জুন। গত বছর নির্দিষ্ট সময়ের থেকে আট দিন দেরিতে ৫ জুলাই শুরু হয়েছিল বর্ষার বৃষ্টি। গত তিরিশ বছরের মধ্যে সবথেকে তাড়াতাড়ি বর্ষা এসেছিল ২০০৮ সালে(১৫ জুন)। সবথেকে দেরিতে ১৯৮৭তে (২৬ জুলাই)। আবাহাওয়া দফতরের তথ্য অনুযায়ী একদিনে ৬৪৭.৫৫ মিমি বৃষ্টি হলে তাকে বর্ষার বৃষ্টি বলে ধরা হয়। মনে করা হচ্ছে ১৫ জুলাইয়ের মধ্যেই সারা দেশে বর্ষা এসে যাবে।

আবহাওয়া দফতরের অনুমান অনুযায়ী সারা দেশে বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাতের ১০১ শতাংশ বৃষ্টি হবে জুলাই মাসে। অগাস্টে হবে ৯৬ শতাংশ। পয়লা জুন কেরালায় বর্ষা আসার পর থেকে সারা দেশে এখনও পর্যন্ত স্বাভাবিকের থেকে ২৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।



First Published: Sunday, June 16, 2013, 20:16


comments powered by Disqus