Last Updated: June 10, 2013 23:33

বর্ষায় উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গ। মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখাটি উত্তরবঙ্গে বর্ষা ছড়িয়ে পড়তে বাধা দিচ্ছে। তিনটি জেলায় প্রবেশ করেই থমকে গেছে বর্ষা। কিন্তু দক্ষিণবঙ্গে নির্ধারিত দিনে প্রবেশ করার পর প্রায় সব জেলাতেই দ্রুত ছড়িয়ে পড়েছে মৌসুমী বায়ু।
নির্ধারিত দিনের দুদিন পরেই উত্তরবঙ্গের তিনটি জেলায় প্রবেশ করেছিল বর্ষা। বাহাত্তর ঘণ্টা কেটে গেলেও একই জায়গায় থমকে রয়েছে মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। কারণ এই মুহূর্তে মৌসুমী বায়ুর আরবসাগরীয় শাখাটি মহারাষ্ট্রের ওপর অত্যন্ত সক্রিয়। আর এর প্রভাবেই উত্তরবঙ্গে বাধা প্রাপ্ত হচ্ছে মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখাটি। অন্যদিকে প্রতিদিনই একটু একটু করে প্রায় গোটা দক্ষিণবঙ্গেই ছড়িয়ে পড়েছে বর্ষা। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। মৌসুমি বায়ু সেভাবে সক্রিয় না হওয়ায় বৃষ্টি কমেছে উত্তরবঙ্গে। গত শীতের মরসুমে পশ্চিমি ঝঞ্জার দাপটে একটানা বেশ কয়েকদিন উত্তরবঙ্গকে শীতে টেক্কা দিয়েছিল দক্ষিণবঙ্গ। এবার বর্ষাতেও একই চিত্র।
First Published: Monday, June 10, 2013, 23:33