Last Updated: January 6, 2014 17:11

------------------------------------------------------------------------
ফের বিতর্কে ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ ক্রিকেটার মন্টি পানেসর। মন্টি পানেসরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন বছর কুড়ির এক মার্কিন তরুণী। অভিযোগ অ্যাসেজে সিরিজে মেলবোর্ন টেস্টে হারের পর সেই মার্কিন তরুণীকে হোটেলে একান্তে ডাকেন মন্টি।
(ছবিতে দেওয়া হল সেই হোটেল ও মন্টি পানেসরের ছবি। খবর ও ছবি--সংগ্রহ করা হয়েছে মিরর ডট ইউকে থেকে)
মেলবোর্নে টেস্টে হারের ঘণ্টা চারেক পর এক ডেটিং ফোন অ্যাপের মাধ্যমে এক তরুণীর সঙ্গে চ্যাট শুরু করেন ৩১ বছরের মন্টি। মেলবোর্নেই তরুণী প্রথমবার ক্রিকেট খেলা দেখতে যান। প্রথমে মন্টিকে চিনতে পারেননি তরুণী। পরে অবশ্য মন্টি ব্যাট হাতে নিজের একটা ছবি পোস্ট করায় তরুণী বুঝতে পারেন উনি একজন ক্রিকেটার। সেই মার্কিন তরুণী মন্টিকে ফোনের অন্যপ্রান্তে পেয়ে ক্রিকেট নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। অভিযোগ, মন্টি বারবার বলতে থাকেন, সাক্ষাতে তিনি সব বলবেন। এমনকী কিছুক্ষণ পরে মন্টি লেখেন, টিম ম্যানজেমেন্ট আমায় হোটেলের বাইরে আসতে দেবে না তুমি বরং আমার হোটেলের বারে এসো। ওখানে একসঙ্গে অনেক গল্প আর ড্রিংক করব।
তরুণীর বক্তব্য, এতবড় একটা হারের পর কেউ কীভাবে এরকম টেক্সট করে তা জানি না। আমার মনে হচ্ছিল ওর শুধু একটা অভিপ্রায়, কী করে আমায় ওর হোটেলে নিয়ে যাবে। তবে আমি ওর প্রস্তাব সরাসরি প্রত্যাখান করার পর আর ও টেক্সট করেনি।
নিজের স্ত্রী গুরশরন রতনের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মন্টির।
গত বছর অগাস্টে যৈন হেনস্থার দায়ে নৈশক্লাব থেকে বের করে দেওয়া হয় পানেসারকে। ক্লাব থেকে বিতাড়িত হয়ে পায়ে হাটা দূরত্বে গিয়ে প্রসাব করেন তিনি। উচ্ছৃঙ্খল আচরণও করতে থাকেন। পুলিশের কাছে এই খবর যেতে সময় লাগেনি। মদ্যপ অবস্থায় উচ্ছৃঙ্খলতার অভিযোগে তখনই জরিমানা করেছিল পুলিস।
First Published: Monday, January 6, 2014, 18:13