Last Updated: July 10, 2013 22:33

আজ রাতে চোখ রাখুন আকাশে। রাত ১১টা ৪৮। সবচেয়ে কাছে আসতে চলেছে চাঁদ আর শুক্র। জ্যোতিরবীদরা এটাকে বলছেন `চাঁদ আর শুক্রর সংযোগ`। রাতের আকাশে চাঁদের ডান দিক ঘেঁসে থাকবে শুক্র।
ভারতীয় প্ল্যানেটারি সোসাইটির তরফে রঘুনন্দন কুমার জানিয়ছেন, "আজ রাতে সবচেয়ে কাছে আসছে চাঁদ আর শুক্র। পৃথিবী থেকে সেটা দেখা যাবে।"
First Published: Wednesday, July 10, 2013, 22:33