আজ রাতে দেখা হবে চাঁদ শুক্রের

আজ রাতে দেখা হবে চাঁদ শুক্রের

আজ রাতে দেখা হবে চাঁদ শুক্রেরআজ রাতে চোখ রাখুন আকাশে। রাত ১১টা ৪৮। সবচেয়ে কাছে আসতে চলেছে চাঁদ আর শুক্র। জ্যোতিরবীদরা এটাকে বলছেন `চাঁদ আর শুক্রর সংযোগ`। রাতের আকাশে চাঁদের ডান দিক ঘেঁসে থাকবে শুক্র।

ভারতীয় প্ল্যানেটারি সোসাইটির তরফে রঘুনন্দন কুমার জানিয়ছেন, "আজ রাতে সবচেয়ে কাছে আসছে চাঁদ আর শুক্র। পৃথিবী থেকে সেটা দেখা যাবে।"

First Published: Wednesday, July 10, 2013, 22:33


comments powered by Disqus