Last Updated: January 27, 2013 09:36

মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের আগে আজ কার্শিয়ঙে সভা করবে গোর্খা জনমুক্তি মোর্চা। এর আগে ২০ জানুয়ারি দার্জিলিঙের চকবাজারে মোর্চার সভা হয়েছে। গত ১৬ জানুয়ারি মোর্চা নেতা রোশন গিরি হুঁশিয়ারি দেন, পৃথক তেলেঙ্গানা রাজ্য ঘোষণা করলে, গোর্খাল্যান্ডের দাবিও মানতে হবে। তবে এখনও মোর্চার তরফে আন্দোলনের নির্দিষ্ট রূপরেখা তৈরি হয়নি।
জল কোনদিকে গড়ায়, তা দেখেই আন্দোলনের অভিমুখ ঠিক করতে চাইছেন মোর্চা নেতারা। ২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। কিন্তু এর আগেই পাহাড় ছাড়ছেন মোর্চার শীর্ষ নেতৃত্ব। দিল্লি যাওয়ার কথা রয়েছে রোশন গিরি সহ বেশ কয়েকজনের। আর তাই আজ কার্শিয়ঙের সভাতেও উপস্থিত থাকছেন না মোর্চার প্রথম সারির কোনও নেতাই।
First Published: Sunday, January 27, 2013, 09:36