Last Updated: June 3, 2012 22:54

নাইজেরিয়ায় ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। বিমানে দেড়শো জন যাত্রী ছিলেন। বিমানবন্দর থেকে ওড়ার পরই বিমানটি ইজু নামের একটি ঘন জনবসতি এলাকায় বাড়ির উপর ভেঙে পড়ে। ডানা বিমানসংস্থার ওই বিমানটি নাইজেরিয়ার রাজধানী লাগোস থেকে আবুজা যাচ্ছিল।
নাইজেরিয়ার অসামরিক বিমান পরিবহণ দফতরের পক্ষ থেকে এই খবর জানান হয়েছে। প্রাথমিক ভাবে সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
First Published: Sunday, June 3, 2012, 22:54