আই লিগে হেরে রেফারিকেই দুষলেন মরগ্যান

আই লিগে হেরে রেফারিকেই দুষলেন মরগ্যান

আই লিগে হেরে রেফারিকেই দুষলেন মরগ্যানভারতীয় ফুটবলে রেফারিদের পেশাদারিত্বের পথে হাঁটার সময় এসেছে বলে মনে করেন ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মরগ্যান। ডেম্পো ম্যাচে নিশ্চিত পেনাল্টি থেকে দল বঞ্চিত হয়েছে বলে মনে করছে লাল-হলুদ শিবির।

শহরে ফিরেও রেফারিং নিয়ে ক্ষোভ কমছে না টোলগেদের। মরগ্যান বলছেন, খারাপ রেফারিংয়ের জন্য ছয় থেকে ৭ পয়েন্ট হারাতে হয়েছে তাঁদের। খারাপ রেফারিংয়ের জন্য তাদের আই লিগ হাতছাড়া হয়েছে তা মানতে নারাজ মরগ্যান। ব্রিটিশ কোচের মতে, যোগ্য দল হিসাবেই চ্যাম্পিয়ন হয়েছে ডেম্পো।
 

First Published: Saturday, April 21, 2012, 22:26


comments powered by Disqus