ইস্টবেঙ্গল ছাড়ার কথা ঘোষণা মরগ্যানের

ইস্টবেঙ্গল ছাড়ার কথা ঘোষণা মরগ্যানের

Tag:  East Bengal morgan
ইস্টবেঙ্গল ছাড়ার কথা ঘোষণা মরগ্যানেরদীর্ঘদিনের সম্পর্ক ছেদ হতে চলেছে। আগামি মরসুমে ইস্টবেঙ্গল ছাড়ার কথা ঘোষণা করলেন ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মরগ্যান। আরও এক মরসুম চুক্তি থাকলেও আর থাকতে চাইছেন না তিনি। তবে সিঙ্গাপুরের ট্যাম্পাইন রোভার্সে যাওয়া নিয়ে যে খবর চাউর হয়েছিল, তাঁকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ।
  
ক্লাবের অন্দরমহলের খবর, মরগ্যান নাকি আগামি মরসুমের জন্য চুক্তির অর্থ বাড়াতে বলেছিলেন। রাজি হননি ক্লাবকর্তারা। তাতেই নাকি ক্ষুব্ধ মরগ্যান চুক্তি থাকলেও ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন। তবে আইলিগে যখন চ্যাম্পিয়নশীপে দল, তখন কোচ মরগ্যানের এই মন্তব্য টিমস্পিরিট নষ্ট করতে পারে বলে আশঙ্কা টিম ম্যানেজমেন্টের। এদিকে ক্লাব ছাড়তে চলেছেন নওবা সিংও।

সূত্রের খবর, মোহনবাগানের থেকে বিশাল অর্থের অফার পেয়েছেন নওবা সিং। এবছর ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মনিপুরের এই ফুটবলারের। এখনও পর্যন্ত মোহনবাগানকে চূড়ান্ত  কথা না দিলেও নওবা ভাবছেন অফারটি নিয়ে। যদি শেষ পর্যন্ত নওবা ক্লাব পরিবর্তন করেন পরের মরসুমে তবে বহুদিন পর ভাঙন ধরছে ভাসুম-নওবা জুটির। কারণ, ভাসুমের সঙ্গে আগামি মরসুমেও চুক্তি থাকছে ইস্টবেঙ্গলের।






First Published: Saturday, April 6, 2013, 15:47


comments powered by Disqus